বগুড়ার শিবগঞ্জে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে স্ত্রীকে স্মার্টফোন কিনে না দেওয়ায় স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মহিমা (১৪) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বিহার ইউনিয়নের ওছলগাড়ী গ্রামে। নিহত গৃহবধূ সাকিরুল ইসলামের স্ত্রী বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর সাথে গত দুই মাস পূর্বে প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।এব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য গৃহবধূর লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







