ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ বিকাল

পাকিস্তানে জানাজায় যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

পাকিস্তানে জানাজায় যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধা জেলায় ঘন কুয়াশার কারণে যাত্রীবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সরগোধা জেলার কোট মোমিন এলাকার ঘালাপুর বাংলা খালের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থার বরাতে খবরে বলা হয়, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তারা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। ভোরের দিকে ঘন কুয়াশার মধ্যে চলার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। কর্মকর্তারা জানান, নিহত ও আহতদের বেশিরভাগই একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

উল্লেখ্য, বর্তমানে পুরো পাঞ্জাব প্রদেশজুড়ে ঘন কুয়াশা বিরাজ করছে। চলতি সপ্তাহের শুরুতেও কুয়াশার কারণে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। ইন্দাস মহাসড়কের তাউন্সা শরিফ সীমান্তবর্তী বাস্তি দাওয়ানা এলাকায় চিনিবাহী একটি ট্রেইলার ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট সম্পর্কে এখনও অজানা অনেকের, যা বলছেন বগুড়াবাসী

ঢাকার সুবিধাবঞ্চিত শিশুরা শিখছে কোডিং, গ্রাফিক্স ডিজাইন ও গেম বানানো

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাটে দুই বিএনপি নেতার অর্থদন্ড

বগুড়ার শিবগঞ্জে স্মার্ট ফোন কিনে না দেওয়ায় স্ত্রীর আত্মহত্যা

পাকিস্তানে জানাজায় যাওয়ার পথে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৪

ভারতে অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপের হুঁশিয়ারি মোদির