২০২৩ সালের সংশোধিত ফিসিবিলাটি স্টাডি অনেক প্রশ্নের সৃষ্টি করেছে : ড. নজরুল ইসলাম
রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) অন্যতম স্থপতি ও সহ সভাপতি এবং প্রতিষ্ঠাতা বাংলাদেশ পরিবেশ নেটওর্য়াক (বেন) ড. নজরুল ইসলাম বলেছেন, চায়না তিস্তা নিয়ে যে প্রকল্পটার উদ্যোগ নিতে চায়, আমরা সেটা যাচাইবাছাই করে দেখতে চাই। আমাদের এ ব্যপারে অনেক প্রশ্ন আছে। এসব প্রশ্নের উত্তরে যদি আমরা সন্তোষ্ট হই।
তাহলে অবশ্যই এটা নিয়ে আমরা এগিয়ে যাবো। তিস্তার ব্যাপারে নদীপাড়ের অধিবাসিরা ছাড়া ভালো কেউ কিছু জানে না। ফলে এটা যাচাই বাছাইয়ের বিষয়টার গুরুত্ব যে বেশি তা ইতোমধ্যেই প্রমানিত হয়েছে। সরকার বহুত বছর এই প্রকল্প সম্পর্কে আমাদেরকে অবহিত করার পদক্ষেপ নেয় নি। সম্প্রীতি কিছু তথ্য আমরা জানতে পেরেছি।
২০২৩ সালের সংশোধিত ফিসিবিলাটি স্টাডি অনেক প্রশ্নের সৃষ্টি করেছে। এসব প্রশ্নের জবাব না খুজে তিস্তার কাজ শুরু করলে তা হবে আত্মঘাতি স্বীদ্ধান্ত। আমাদের দেশে ৫০ এর দশকে বিদেশী বিশেষজ্ঞরা উপকুলে আমাদের ওপর বেশ কিছু প্রকল্প চাপিয়ে দিয়েছিলেন। সেখানে একটি এলাকায় চতুর্দিকে বাঁধ দিয়ে নদীর পানি আর ওই এলাকায় যেতে দেয়া হয় নি।
ফলে যেটা হয়েছে। নদীর পানি না যাওয়ার কারণে সেখানে কোন পলি মাটি পৌছাতে যেতে পারে নাই। ফলে সেখানে ভূমির গঠন বন্ধ হয়ে গেছে। ফলে এখন গবেষণায় দেখা গেছে ওই প্রকল্পের ভেতরের জমি আর বাইরের জমির মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। আমাদের জন্য এটা আরও বিপদজনক হয়েছে। যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্টের সীমা উঠে যাচ্ছে।
আরও পড়ুনআজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে রংপুর চেম্বার মিলনায়তনে বাপা রংপুর জেলা আয়োজিত সংকটে তিস্তা নদী ও আর্থসামাজিক অভিঘাত শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাপা রংপুর জেলা আহ্বায়ক এ্যাড. শামীমা আখতার শিরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওর্য়াক (বেন) সহ সভাপতি ড. মোঃ খালেকুজ্জামান, বাপা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি এমদাদুল হোসেন, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, রংপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট রংপুর জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, বাপা জেলা যুগ্ম আহ্বায়ক হাসনিন আখতার খানম এ্যানী, সারওয়ার জামিল খন্দকার, আহসান হাবিব রবু, দুপ্রক জেলা সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ ইমতি, এডাব সভাপতি মোঃ চান মিয়া, বেরোবি গ্রীন ভয়েস প্রতিনিধি আব্দুল্লাহ বিন জাহিদ, কাবিক সভাপতি শারমিন জাহান, কুড়িগ্রাম জেলা সম্পাদক নুরুন্নবী সরকার। সভা সঞ্চালনা করেন বাপা জেলা সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু। এর আগে বাপা নেতৃবৃন্দ তিস্তা নদী পরিদর্শন করেন।
মন্তব্য করুন






