গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে আনা হয়েছে
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আনা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রস্তুতি চলছে এবং পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
হাসপাতাল সূত্র জানায়, আগেই পোস্ট-অপারেটিভ রুমে একটি সিট সংরক্ষণ করা ছিল এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে হুজাইফাকে।
আরও পড়ুনএর আগে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে সহিংস পরিস্থিতির মধ্যে গুলিবিদ্ধ হয়ে শিশুটি গুরুতর আহত হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1768316371.jpg)

