ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৪০ রাত

সেরাদের সেরা টুশি একের পর এক ব্যস্ত স্টেজ শো’তে

সাবরিনা নওশীন টুশি।

অভি মঈনুদ্দীন ঃ ২০২৩ সালের সেরাকন্ঠ প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়েছিলেন নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুশি। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার কন্ঠে সেরাদের সেরা হিসেবে প্রথম উচ্চারিত নাম ছিলো টুশি। প্রতিযোগিতা চলাকালীন সময়ে টুশি রুনা লায়লার গাওয়া গান গেয়েও ভীষণ প্রশংসা কুঁড়িয়েছিলেন টুশি। শুধু রুনা লায়লাই নয়, নায়ক আলমগীরও টুশির কন্ঠে গান শুনে মুগ্ধ হয়ে বলেছিলেন যে তার কন্ঠটা প্লে-ব্যাকের জন্য পারফেক্ট। যে কারণে পরবর্তীতে টুশি মোস্তাফিজুর রহমান বাবুর ‘ময়নার চর’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন টুশি। আর এটাই ছিলো তার জীবনের প্রথম প্লে-ব্যাক।

সেরাদের সেরার মধ্যে টুশির পরম সৌভাগ্যও হয়েছে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের সান্নিধ্যে এসে তাদের স্নেহ ভালোবাসা পাবার। যা অনেকের কাছে স্বপ্নের বিষয়। এদিকে গেলো বছরের শেষ প্রান্তেওে যেমন স্টেজ শোতে ব্যস্ত ছিলেন টুশি।

চলতি বছরের শুরুতেও স্টেজ শোতে বেশ ভালো ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরের শুরুতে স্টেজ শোতে তার ব্যস্ততা শুরু হয় ৫ জানুয়ারি থেকে। বাংলাদেশ কোস্ট গার্ডের বাৎসরিক বনভোজনে গান গাওয়া দিয়ে নতুন বছরের স্টেজ শোতে তার ব্যস্ততা শুরু হয়। এরপর গত ৯ জানুয়ারি বিএফআইডিসি’র অনুষ্ঠানে ও গত ১০ জানুয়ারি কুমিল্লায় একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন টুশি।

আরও পড়ুন

টুশি জানান আগামী ১৫ জানুয়ারি গাজীপুরে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন। নিজের ব্যস্ততা প্রসঙ্গে টুশি বলেন,‘ গেলো বছরের শেষপ্রান্তে এবং চলতি বছরের শুরুর কয়েকটা স্টেজ শো বাতিল হয়ে যায় রাষ্ট্রীয় শোকের কারণে। অবশ্য এখানে কারো কিছু করারও ছিলো না, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করার কারণে রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়। তারপরেও অবশ্য বেশ কয়েকটি স্টেজ শো করেছি। সবগুলোই বেশ ভালো শো ছিলো। স্টেজ শো একজন শিল্পীর জন্য অনেক বড় আশীর্বাদ বলেই আমি মনেকরি। তবে এটাও ভীষণ সত্যি বছরের পর বছর শুধু অন্যের গানই শ্রোতা দর্শককে শুনিয়ে গেলাম, সেটাও মনে শান্তি দেয়না। নিজের ভালো কিছু মৌলিক গান থাকাটাও জরুরী। সেই চেষ্টা আছে আমার। এরইমধ্যে বেশ কয়েকটি মৌলিক গানে কন্ঠ দিয়েছি। নিজের খরচে নিজের উদ্যোগে কয়েকটি গান করতে চাই। সময় হলেই তা করবো ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেরাদের সেরা টুশি একের পর এক ব্যস্ত স্টেজ শো’তে

বগুড়ায় রিকশায় ফেলে যাওয়া লাগেজ ফেরত পেয়ে লিবিয়া প্রবাসীর চোখে আনন্দঅশ্রু

আনছেন ভাঙা বাইক, নিয়ে যাচ্ছেন মজবুত করে

সরকারবিরোধী বিক্ষোভে ইরানে নিহত অন্তত ২০০০

বগুড়ার দুপচাঁচিয়ায় মূল দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বৃদ্ধির অভিযোগে গ্রেফতার ১

বগুড়ায় দু’টি ভাটা সম্পূর্ণ ও একটির আংশিক ভেঙে দিলো ভ্রাম্যমাণ আদালত, ৫ লাখ টাকা জরিমানা