ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:২৪ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় মূল দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বৃদ্ধির অভিযোগে গ্রেফতার ১

বগুড়ার দুপচাঁচিয়ায় মূল দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বৃদ্ধির অভিযোগে গ্রেফতার ১

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় জমির মূল দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বৃদ্ধির অভিযোগে থানায় মামলা হয়েছে। এই মামলায় পুলিশ অভিযুক্ত শামছুল হককে (৫৮) গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার।

থানা ও এসিল্যান্ড অফিস সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলামের কাছে এক ব্যক্তি অপর ব্যক্তি শামছুল হকের মিউটেশন শুনানি চলছিল। এসময় উপস্থাপিত মূল দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বৃদ্ধি করার বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) নজরে আসে। তিনি তাৎক্ষণিক অপর ব্যক্তি উপজেলা সদরের কামারগ্রামের মৃত আব্দুল আলীর ছেলে শামছুল হককে (৫৮) আটক করে থানায় সোপর্দ করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী আলিপ চন্দ্র দত্ত বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে ওই দিন রাতেই থানায় মামলা করেন। থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শামছুল হককে গতকাল মঙ্গলবার বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় মূল দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বৃদ্ধির অভিযোগে গ্রেফতার ১

বগুড়ায় দু’টি ভাটা সম্পূর্ণ ও একটির আংশিক ভেঙে দিলো ভ্রাম্যমাণ আদালত, ৫ লাখ টাকা জরিমানা

বছরের প্রথম গান ‘সত্যি করে বলছি তোকে’

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে ড্রাম ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ

শিক্ষাপ্রতিষ্ঠানে গণভোটের প্রচারণার নির্দেশ

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ী হামিদুল হত্যাকান্ডের রহস্য উম্মোচন, খুন করে আপন দুই ভাতিজা