ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০৭ রাত

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে ড্রাম ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে ড্রাম ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় গ্রামবাসীর অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে বাঙালি নদীর ওপর ২৭০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে করে দুই ইউনিয়নের প্রায় ১৮ গ্রামের মানুষ নির্বিঘ্নে নদী পারাপার হতে পারছেন।

সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের সাতবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাঙালি নদীর ওপর এলাকাবাসীর ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। দাবি পূরণ না হওয়ায় অবশেষে এলাকাবাসী নদীর ওপর ড্রাম ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করলেন। বর্তমানে ওই সেতুর ওপর দিয়ে মধুপুর ও সোনাতলা সদর ইউনিয়নের ১৮ গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করছেন।

এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, ওই নদীর পূর্ব ও পশ্চিম পাশে অবস্থিত হরিখালী, হাঁসরাজ, দড়ি হাঁসরাজ, বেড়াডাঙ্গা, পশ্চিম তেকানী, পূর্ব তেকানী, পদ্মপাড়া, শিচারপাড়া, খিতাবের পাড়া, হলিদাবগা গ্রামের লোকজন বাঁশ, টাকা ও ড্রাম দিয়ে ব্রিজ নির্মাণে সহযোগিতা করেছেন। প্রায় ২৭০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করতে ব্যয় হয়েছে দুই লক্ষাধিক টাকা। সময় লেগেছে প্রায় আড়াই মাস।

এ বিষয়ে সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল বলেন, খেয়াঘাটে ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। ব্রিজটি নির্মাণ করতে প্রায় ৫০ কোটি টাকার প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া এত বিপুল পরিমাণ অর্থের যোগান দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, উক্ত খেয়াঘাটের দু’পাশে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেই সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিঙি নৌকা দিয়ে সময় মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারতো না।

এখন স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণের ফলে সেই সমস্যার সাময়িক সমাধান হয়েছে। প্রায় ২৭০ ফুট দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করতে প্রায় ৫০ কোটি টাকার প্রয়োজন। এতো বিপুল পরিমাণ অর্থ নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে ড্রাম ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ

শিক্ষাপ্রতিষ্ঠানে গণভোটের প্রচারণার নির্দেশ

বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ী হামিদুল হত্যাকান্ডের রহস্য উম্মোচন, খুন করে আপন দুই ভাতিজা

নীলফামারীর কিশোরগঞ্জ ভিসা প্রতারক ডিসপ্লে গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার