শিবির ও ইনসাফের উদ্যোগে ঢাবির জিয়া হলে গরম পানির গিজার স্থাপন
ঢাবি প্রতিনিধি: শীত মৌসুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের অন্যতম বড় ভোগান্তি হলো গরম পানির সংকট। এ সমস্যা বিবেচনায় শিক্ষার্থীদের কল্যাণে INSAF – Initiative for Safe and Assured Future এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে জিয়া হল মসজিদের ওযুখানায় একটি গরম পানির গিজার স্থাপন করা হয়েছে।
আজ( ১৩ জানুয়ারি ) দুপুরে জিয়া হল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গিজারটি হল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া হলের আবাসিক শিক্ষক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে হল সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক (জিএস) আসিফ ইমাম।
তিনি বলেন, “শীত শুরু হওয়ার পর থেকেই গরম পানির ব্যবস্থা করা ছিল শিক্ষার্থীদের একটি মৌলিক দাবি। এ বিষয়ে আমরা হল সংসদের পক্ষ থেকে ইনসাফের কাছে আবেদন জানাই। আজ ইনসাফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গিজার প্রদান করা হয়েছে। এজন্য জিয়া হল ও হল সংসদের পক্ষ থেকে আমরা ইনসাফকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
ইনসাফের পক্ষে উপস্থিত ছিলেন জিয়া হলের কো-অর্ডিনেটর মাহবুব আলম মিরাজ ।
আরও পড়ুনতিনি বলেন, “সম্প্রতি ঢাকায় তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের গরম পানি ও ওযুর সুবিধার প্রয়োজনীয়তা বেড়ে যায়। এ কারণে শিক্ষার্থীদের পক্ষ থেকে ইনসাফের কাছে একটি গিজারের আবেদন করা হয়। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে গিজারটি হল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, এর আগেও ইনসাফের উদ্যোগে জিয়া হলের শিক্ষার্থীদের জন্য একটি ফ্রিজ স্থাপন করা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের আরও শিক্ষার্থীবান্ধব ও কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি শিক্ষার্থীদের কাছে ইনসাফের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে হল সংসদের পক্ষে আরও উপস্থিত ছিলেন বহিরাঙ্গণ ক্রীড়া সম্পাদক হোসনে এয়াছিন আরাফাত, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক মো. তাজকিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাদিক মুনওয়ার মুনেম, মোল্লা আবিদ হোসেন ও শাহেদ হোসাইন ইমন।
এছাড়া ইনসাফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য আক্তার হোসেন, মেহেদী হাসান মিথুন এবং রাকিবুল হাসান।
মন্তব্য করুন


_medium_1768235634.jpg)
_medium_1768234792.jpg)





