ভিডিও সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ১১:১৮ রাত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘর থেকে স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘর থেকে স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে ঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে ঐ গৃহবধূর স্বামী। নিহত মহিমা বেগম (৪৫) ওই এলাকার বাবলু মিয়ার স্ত্রী। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার জানায়, বাবলু মিয়া তার স্ত্রী মহিমা বেগম, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকেন। গত দুই সপ্তাহ আগে সবাইকে নিয়ে বাড়িতে আসেন। গত রোববার সন্ধ্যায় তাদের ঢাকা যাওয়ার কথা থাকলেও তারা যায়নি। অন্যান্যদিনের মত রাতের খাবার খেয়ে তারা নিজ নিজ ঘরে শুয়ে পড়েন।

আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে সবার আগে ঘুম থেকে উঠেন বাবুল মিয়ার মা সুফিয়া বেগম। ছেলে ও বৌমাকে ডাকতে গিয়ে দেখেন তাদের ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো। পরে দেখেন শুধু তার ছেলের ঘর নয় সব ঘরের দরজা একইভাবে আটকানো। এটি দেখে তিনি চিৎকার চেচামেচি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির অন্যান্যরা জেগে উঠেন কিন্তু দরজা বন্ধ থাকায় বের হতে পারছিলেন না।

আরও পড়ুন

পরে তিনি বাবলু মিয়ার ছোট ছেলে মেহেদী হাসানের ঘরের ছিটকিনি খুলে দেন। এরপর সে বাইরে বের হয়ে তার বাবার ঘরের দরজা খুলে দেখেন তার মায়ের নিথর দেহ রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। পাশে পড়ে আছে একটি ধারালো ছুরি। এটি দেখে তার বাবাকে সে ডাকতে থাকে।

তবে তাকে কোথাও খুঁজে পায়নি তারা। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার বোনারপাড়া স্টেশনে কলেজ ট্রেনের বগি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘর থেকে স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ

বগুড়ায় অবৈধ শিশুখাদ্য কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার ফুলছড়িতে সর. পশু চিকিৎসকের অবহেলায় গরুর মৃত্যুর অভিযোগ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই