ভিডিও সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৬, ১১:০৫ রাত

গাইবান্ধার ফুলছড়িতে সর. পশু চিকিৎসকের অবহেলায় গরুর মৃত্যুর অভিযোগ

গাইবান্ধার ফুলছড়িতে সর. পশু চিকিৎসকের অবহেলায় গরুর মৃত্যুর অভিযোগ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সরকারি পশু চিকিৎসকের দায়িত্বে অবহেলায় গরুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী খামারি মোন্নাফ মিয়া জানান, গতকাল রোববার সকালে তার একটি গাভী হঠাৎ পেট ফাপাঁ রোগে অসুস্থ হয়ে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম আফতাব রহমানীর কাছে গিয়ে গরুর অবস্থার কথা জানান। তবে নানা অজুহাত দেখিয়ে চিকিৎসক ঘটনাস্থলে যেতে অস্বীকৃতি জানান।

তিনি অভিযোগ করে বলেন, গরুটির অবস্থা আশঙ্কাজনক হলে বারবার ফোন ও অনুরোধ করা সত্ত্বেও ডা. আফতাব রহমানী ঘটনাস্থলে না এসে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসতে বলেন। গরুটি হাঁটতে পারছে না এবং গুরুতর অসুস্থের কথাও চিকিৎসকে জানান তিনি। কিন্তু চিকিৎসক দপ্তরে না আনলে চিকিৎসা দেওয়া হবে না এমন মন্তব্য করেন।

আরও পড়ুন

একপর্যায়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নেওয়ার পথে প্রাণ হারায় গরুটি। খামারির দাবি, এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, সরকারি পশু চিকিৎসকের মূল দায়িত্ব হলো জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে সেবা নিশ্চিত করা। দায়িত্বে অবহেলায় একটি গবাদিপশুর প্রাণ হারানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

অভিযোগ স্বীকার করে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম আফতাব রহমানী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, চিকিৎসার অভাবে গরু মারা যাওয়ার বিষয়টি শুনেছি। যদি ডাক্তারের চিকিৎসা অবহেলায় গবাদিপশুর মৃত্যু হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার ফুলছড়িতে সর. পশু চিকিৎসকের অবহেলায় গরুর মৃত্যুর অভিযোগ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

সান্ধ্যকালীন বাস পেয়ে খুশি ঢাবি’র অনাবাসিক শিক্ষার্থীরা

নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে তিনদিন থেকে মাছ বাজার বন্ধ

ডাকসুর উদ্যোগে ঢাবিতে সান্ধ্যকালীন বাস চালু