পুরো ইরানে বিছিন্ন করা হয়েছে ইন্টারনেট
আন্তর্জাতিক ডেস্ক : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যে পুরো ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে চলা বিক্ষোভ ধীরে ধীরে সহিংস রূপ নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইরানের সর্বত্র ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে। সংস্থাটি জানায়, দেশজুড়ে ইন্টারনেট সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে, যা কার্যত পূর্ণাঙ্গ বিচ্ছিন্নতার শামিল।
নেটব্লকস আরও জানিয়েছে, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করার আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের মতে, যখন দেশটি একটি সংকটময় সময় পার করছে, তখন ইন্টারনেট বন্ধ করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার গুরুতরভাবে ব্যাহত করা হচ্ছে।
আরও পড়ুনইরানি রিয়ালের ব্যাপক দরপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। শুরুতে শান্তিপূর্ণ হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র ও সহিংস হয়ে উঠছে।
দিন যত যাচ্ছে, বিক্ষোভের পরিধি ও মাত্রা তত বাড়ছে। একই সঙ্গে বাড়ছে সংঘর্ষ, গ্রেপ্তার এবং হতাহতের সংখ্যাও। এই পরিস্থিতিতে ইন্টারনেট বিচ্ছিন্ন করায় দেশজুড়ে তথ্যপ্রবাহ ও যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








_medium_1767890318.jpg)