ফতুল্লায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দৌলতপুর নিশ্চিন্তপুর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে নীলাভ ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আনুমানিক ২৫ থেকে ২৬ বছর বয়সী ওই যুবকের লাশ পুকুরে ভাসমান অবস্থায় ছিল। তার পরনের জামা-কাপড় পুকুরপাড়ের শুকনো স্থানে পাওয়া গেছে।
আরও পড়ুনতিনি আরও জানান, লাশের শরীরে ছোপ ছোপ আঘাতের দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





