ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ রাত

নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানিয়েছেন ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিনিধিদলে ছিলেন মিসিন্তা লাসে, আইরিনি-মারিয়া গুনারি ও ভাসিল ভামচানকা।

ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি।

আমাদের উদ্দেশ্য অত্যন্ত স্বচ্ছ। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।

 

তিনি আরো বলেন, ইইউয়ের একটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল গত ডিসেম্বরের শেষভাগ থেকেই বাংলাদেশে অবস্থান করছে।

আরও পড়ুন

তবে মূল নির্বাচনের সময় অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নাগাদ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জনের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

 

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে ইভার্স ইয়াবস জানান, একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে তা মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর রেনেসাঁ হোটেলে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সেখানে মিশনের কর্মপরিকল্পনা ও প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন কমিশনের আচার-আচরণ আমাদের কাছে পক্ষপাতিত্বমূলক মনে হচ্ছে সাদিক কায়েম

কমলো সোনার দাম

নোয়াখালী এক্সপ্রেসের হারের হেক্সা পূরণ

আমরা শিক্ষার্থীদের যে কমিটমেন্ট দিয়েছি তার চেয়ে পাঁচগুণ বেশি কাজ করবো: সাদিক কায়েম

শহীদ হাদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন জকসুর নবনির্বাচিত ভিপি