জনতা ব্যাংকে এএমএল ও সিএফটি বিষয়ে বোর্ড পর্যায়ের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বিএফআইইউ প্রতিনিধিগণের উপস্থিতিতে গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে জনতা ব্যাংক পিএলসি. এর সম্মানিত বোর্ড অব ডিরেক্টরসের সঙ্গে
এন্টি মানি লন্ডারিং (এএমএল) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) বিষয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যাংকের কর্পোরেট সুশাসন জোরদারকরণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের গুরুত্ব, রেগুলেটরি অথোরিটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ ব্যাংক–এর প্রতি ব্যাংকের দায়বদ্ধতা এবং নৈতিক ব্যাংকিং চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় বিএফআইইউ-এর দুইজন সদস্য—জনাব মোঃ মশিউর রহমান, অতিরিক্ত পরিচালক এবং জনাব মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম পরিচালক—প্রাণবন্ত আলোচনার মাধ্যমে এএমএল ও সিএফটি প্রতিরোধে বোর্ড পর্যায়ের ভূমিকা ও করণীয় বিষয়ে সম্যক ধারণা তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে এএমএল ও সিএফটি প্রতিরোধ সংক্রান্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং একটি কার্যকর ও যুগোপযোগী পরিপালন ও প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুনউক্ত সভায় জনতা ব্যাংক পিএলসি.-এর পক্ষে ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান জনাব এম. ফজলুর রহমান, সিএসপি, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকের অন্যান্য সিনিয়র নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন





_medium_1767793386.jpg)



