ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৪ বিকাল

নতুন বইয়ের আলোয় শিক্ষার্থীদের স্বপ্নযাত্রা

আনন্দঘন পরিবেশে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত অন্যতম বিদ্যাপীঠ বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে।

গত ৪ জানুয়ারি ২০২৬, কুয়াশাভেজা শীতের সকালে কলেজের প্রভাতী ও দিবা শাখার বাংলা এবং ইংরেজি ভার্সনের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই নতুন বই বিতরণ করা হয়।

পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি ও কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আরও পড়ুন

নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে বই উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের প্রধান অতিথি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বলেন, ‘বইয়ের পাতায় ডানা মেলুক আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন। সকল শিক্ষার্থীকে নতুন ক্লাসের অনেক অনেক শুভকামনা।

’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করে রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া বলেন, ‘নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের জ্ঞানপিপাসা জাগিয়ে তুলবে এবং নতুন বইগুলোর মাধ্যমেই তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে তুলবে।

’ শিক্ষামন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং পাঠ্যপুস্তক বিতরণের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর। তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, প্রতি বছরের মতো এবারও আমরা শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে পেরেছি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেন্টাইল ব্যাংকের ‘‘অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসি.-এর বোর্ড অব ডিরেক্টরসের সঙ্গে বিএফআইইউ-এর এএমএল ও সিএফটি বিষয়ক সচেতনতামূলক সভা

SICIP-এর আওতায় ইস্টার্ন ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

রংপুরের গঙ্গাচড়ায় শীতে ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা, রোপণ নিয়ে শঙ্কা

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই