ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৩ রাত

বঞ্চিত বগুড়াবাসী সোনালী দিনের স্বপ্ন দেখতে শুরু করছে

বঞ্চিত বগুড়াবাসী সোনালী দিনের স্বপ্ন দেখতে শুরু করছে

স্টাফ রিপোর্টার : বিগত প্রায় দেড় যুগ চাওয়া-পাওয়া থেকে বঞ্চিত বগুড়াবাসী সোনালী দিনের স্বপ্ন দেখতে শুরু করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বগুড়াবাসীর স্বপ্ন এক এক করে পূরণ হতে পারে বলে মন্তব্য করেছেন বগুড়ার সাধারণ মানুষ।

বিগত ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ছিলিমপুরস্থ ভবন, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ ভবন, পরিবেশ অধিদপ্তরের ভবন, শহীদ চাঁন্দু স্টেডিয়াম পুনর্নির্মাণ, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও এ্যাজমা কেয়ার সেন্টার, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন ভবন নির্মাণ, বগুড়া জেলা জজ আদালত ভবন নির্মাণ, পর্যটন মোটেল সংস্কার, বগুড়ার উপর দিয়ে ব‘য়ে যাওয়া করতোয়া নদীর উপর একাধিক ব্রিজ নির্মাণ করে পূর্ব বগুড়াকে পশ্চিম বগুড়ার সাথে সম্পৃক্ত করাসহ বহু উন্নয়ন কর্মকান্ড হয়েছে।

জোট সরকারের বিদায়ের পর বিগত প্রায় দেড়যুগ বগুড়ায় কোন উন্নয়ন কর্মকান্ড হয়নি। বিগত সরকারের সময় বগুড়ায় একটি অর্থনৈতিক অঞ্চল, বিসিক এর দ্বিতীয় ইউনিট, করতোয়া নদীর ১২৩ কিলোমিটার নদী খননসহ মেগা প্রকল্প, বিমান বন্দর চালু, বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপন, বগুড়া সিটি কর্পোরেশন, বিভাগ ঘোষণা, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণসহ নানা প্রকল্প বাস্তবায়নের অঙ্গিকার করা হলেও কার্যত কোন কাজ হয়নি।

প্রায় দেড়যুগ বঞ্চিত বগুড়ার মানুষ আশা করছেন জাতীয় সংসদের নির্বাচনের পর বগুড়ায় আবার উন্নয়নের ছোয়া লাগবে। বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকার মাবলু মনে করেন, আওয়ামীলীগ ইচ্ছে করেই বগুড়ার কোন উন্নয়ন প্রকল্প হাতে নেয়নি। এবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে পিছিয়ে পড়া বগুড়ায় অনেক উন্নয়ন হওয়ার সম্ভনা রয়েছে।

আরও পড়ুন

একই উপজেলার আড়িয়া বাজার এলাকার রাকিব জানান, বগুড়ায় এবার উন্নয়ন কর্মকান্ড হতে পারে। বিএনপির নেতৃত্বে সরকার গঠন হলে দীর্ঘদিনের না পাওয়ার যাতনা ঘুচবে। বগুড়া শহরের সুত্রাপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল আলম জানান, বগুড়া হচ্ছে এই অঞ্চলের প্রবেশদ্বার।

এতদিন প্রবেশদ্বারকে অবহেলায় রাখা হয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বগুড়ায় কিছু করার চেষ্টা করলেও তা শেষ পর্যন্ত হয়নি। তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার হলে বগুড়া আবার জেগে উঠবে নতুন রুপে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর ফল ঘোষণার সময় ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান

‘হাদি ভাই বলেছিলেন জিতে আইতে হবে, আমি জিতে এসেছি’

জকসু নির্বাচন: শীর্ষ তিনসহ ১৫ পদে শিবিরের জয়

পিএসএলে নিবন্ধন করেছেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা