ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:২৮ রাত

বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া শহর জামায়াতের কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বগুড়া-৬ সদর আসনের নির্বাচন পরিচালক ও শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমির ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, এড. রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, এড. আল আমিন, আজগর আলী, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, এড. নুরুল ইসলাম আকন্দ, মাহফুজুল হক, মামুনুর রশিদ প্রমুখ।

বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। বর্তমানে নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে প্রশাসন একটি বড় দলের অনুগত। আপনারা দেশ জাতির স্বার্থে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। দেশবাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিন। এটাই দেশবাসী দেখতে চায়।

আরও পড়ুন

একই সাথে তিনি আইন শৃংখলা পরিস্থিতি আরও উন্নতি করতে কাজ করার জন্য আহবান জানান। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষে জামায়াত কাজ করে যাচ্ছে। জনগণ সুযোগ দিলে আমরা দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর ফল ঘোষণার সময় ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান

‘হাদি ভাই বলেছিলেন জিতে আইতে হবে, আমি জিতে এসেছি’

জকসু নির্বাচন: শীর্ষ তিনসহ ১৫ পদে শিবিরের জয়

পিএসএলে নিবন্ধন করেছেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা