ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৭ বিকাল

রাজস্ব আদায়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড

রাজস্ব আদায়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: এক মাসে ৩০ লাখের অধিক টাকা রাজস্ব আদায় করে রেকর্ড গড়েছে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায়, গত বছরের ডিসেম্বর মাসে যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোয় ডিসেম্বর মাসে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়েছে।

এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩০ লাখ ২ হাজার ৫শ’ টাকা। এই রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড। এর আগে এই অফিসে কখনও এত টাকা রাজস্ব আদায় হয়নি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশনবিহীন ৭২টি মোটরসাইকেল আটকের পর মালিকরা বিআরটিএ অফিসে টাকা জমা দেওয়ার পর তা ছেড়ে দেওয়া হয়েছে। এতে বিআরটিএ অফিস প্রতিটি মোটরসাইকেল থেকে নিম্নে ১৫ হাজার করে টাকা রাজস্ব পেয়েছে। একই কারণে সিরাজগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানা হেফাজতে অন্তত ৯০টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটকে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, রেজিস্ট্রেশনবিহীন ও বেআইনিভাবে চলাচলকৃত যানবাহন আটক ও জরিমানা আদায় ট্রাফিক আইনের অংশ। এটা করতে গিয়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস যে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে সেই কৃতিত্ব সরকারের। জনসচেতনতার জন্য এ কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসুর ফল ঘোষণার সময় ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান

‘হাদি ভাই বলেছিলেন জিতে আইতে হবে, আমি জিতে এসেছি’

জকসু নির্বাচন: শীর্ষ তিনসহ ১৫ পদে শিবিরের জয়

পিএসএলে নিবন্ধন করেছেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা