ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০৪ রাত

সিজিপিএ ৩.৯৮ পেয়ে স্নাতকে প্রথম ঢাবি শিবির নেতা আশিক

শিবির নেতা আশিক

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স পরীক্ষায় সিজিপিএ ৩.৯৮ অর্জন করে যৌথভাবে প্রথম স্থান লাভ করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটটি সেমিস্টারের মধ্যে পাঁচটিতে তিনি সর্বোচ্চ সিজিপিএ ৪.০০ অর্জন করেন। বাকি সেমিস্টারগুলোতে তার প্রাপ্ত ফলাফল যথাক্রমে ৩.৯৪ ও ৩.৯৮।

একাডেমিক সাফল্যের পাশাপাশি ছাত্ররাজনীতিতেও সক্রিয় এই শিক্ষার্থী সর্বশেষ ডাকসু নির্বাচনে বিজয় একাত্তর হল সংসদের জিএস হিসেবে নির্বাচিত হন। আশিক বিল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসাভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা’-এর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ফ্যাসিস্ট শাসনামলে কলা ভবনের সামনে বটতলায় কুরআন তেলাওয়াতের আয়োজনকে কেন্দ্র করে তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোষানলেও পড়তে হয়েছিল তাকে।

ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে আশিক বিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, এই সাফল্য মহান আল্লাহর রহমত। আমি আমার পরিবার ও শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞ। একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব হলো পড়ালেখা করা। দেশ ও জাতির কল্যাণে ভবিষ্যতে নেতৃত্বের জায়গায় নিজেকে প্রস্তুত করতে ছাত্ররাজনীতি গুরুত্বপূর্ণ হলেও তা কখনোই পড়াশোনার ব্যাঘাত হওয়া উচিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশা উপজেলার ২০.০০ (বিশ) একর পর্যন্ত সরকারি বদ্ধ জলমহাল অনলাইনে ইজারার আবেদনপত্র আহ্বানের বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা : ট্রাম্প

একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট