সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর বাঁধে অবৈধভাবে বালু উত্তোলন ৫ শ্রমিককে অর্ধদণ্ড
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নদীরক্ষা বাঁধের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেঘাই ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, অভিযানে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয় এবং ৫ শ্রমিককে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের কাছ থেকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। পরে জড়িতরা ভবিষ্যতে এমন কার্যক্রম না করার মুচলেকা দিলে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড ফেরত দেওয়া হয়।
আরও পড়ুনঅর্থদণ্ডপ্রাপ্তরা হলো- মো. সালাউদ্দিন (৪০), শুকুর আলী (৪২), ইয়াসিন ইসলাম (২২), লিয়াকত আলী খান(৫০) ও খলিল মোল্লা(৪৫)। অভিযানে নৌ পুলিশ, থানা পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


_medium_1767462984.jpg)




