ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ১১:৫৮ রাত

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে বালু তোলায় গ্রেফতার ২

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে বালু তোলায় গ্রেফতার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালু পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কুলানন্দনপুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া(৩৫) এবং কালান হোসনের ছেলে শরীয়ত হোসেন(৩০)। এর আগে, গত ৩০ ডিসেম্বর বুলাকিপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ইউনিয়নের কুলানন্দপুর নাপিতপাড়া ও শালিকাদহের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ছোট ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি এজাহার দায়ের করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক্টরসহ এজাহার নামীয় দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার ও বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে বালু তোলায় গ্রেফতার ২

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতি

নাটোরের বড়াইগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

শীতে কাঁপছে বিড়ালছানা মানুষের উষ্ণতার অপেক্ষায় নীরব জীবন

বগুড়ার ৭টি আসনে প্রার্থী ২৬ জন, তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ, বাতিল ১২

সিরাজগঞ্জের তিনটি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল বৈধ ১৩