ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ জানুয়ারির পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগে দলটি শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলার উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল। তবে প্রাথমিক নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1767368589.jpg)



