ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ রাত

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

পটুয়াখালীতে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়।

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম। তারা কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ বলেন, আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমের জন্য বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা করি। যেদিন আমার কন্যাসন্তান জন্ম নেয়, সেদিন চারদিকে শোকের আবহ ছিল। সেই অনুভূতি থেকেই তার নাম খালেদা জিয়া রাখি।

তিনি আরো বলেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কোরআনের হাফেজ বানাতে চাই।

নবজাতকের মা মারিয়ম বলেন, নামটি রাখার পেছনে আমাদের পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। আমরা চাই মেয়েটি নৈতিকতা ও আদর্শে বড় হোক।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নবজাতকের এমন একটি নামকরণ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও এতে রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগের প্রতিফলন দেখা যায়।

 

স্থানীয় এক বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। একজন সমর্থকের এমন আবেগী সিদ্ধান্ত আমাদের রাজনীতির প্রতি মানুষের ভালোবাসারই প্রকাশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার গাবতলী প্রেস ক্লাবের দোয়া মাহফিল

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

সঞ্চয়পত্রের মুনাফার হার আবার কমল

বগুড়ায় নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের

হাদি হত্যা মামলায় দুই আসামির আদালতে স্বীকারোক্তি