ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৩ দুপুর

মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান

মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেছেন, আমার মা খালেদা জিয়া করো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কোনো ঋণ থাকলে আমি পরিশোধ করে দিবো। আমার সঙ্গে যোগাযোগ করবেন।বুধবার বেলা ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষ হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই জানাজাস্থলে নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। বিকেল ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন।

খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান

রংপুরের তারাগঞ্জে অটোরাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি

আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোয় উঠে তাঞ্জানিয়ার ইতিহাস

জানুয়ারিতে কিয়েভ-মস্কো শান্তি পরিকল্পনা সই

বগুড়ার পুত্রবধূর শোকে স্তব্ধ জনপদ, বন্ধ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, গায়েবানা জানাজা অনুষ্ঠিত

 বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন