বগুড়ার সোনাতলার করমজা হাটের সেড ঘরের টিনের চালার দুরাবস্থা, সংস্কারের উদ্যোগ নেই
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের করমজা হাটের সেড ঘরের টিনের চালা ছিদ্র হয়ে গেছে। এছাড়াও ঘরের তীর ভেঙে হেলে পড়েছে। দীর্ঘদিনেও ওই হাটের সেড সংস্কার না করায় হাটুরেদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত করমজা হাট। সোনাতলা উপজেলার পাশাপাশি সারিয়াকান্দি, গাবতলী ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন ওই হাটে বিভিন্ন ধরনের কৃষি পণ্য বেচাকেনার জন্য নিয়ে আসেন। ১৯৮৬ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ওই হাটে বেশ কয়েকটি সেড নির্মাণ করা হয়।
সেডগুলোতে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা ব্যবসা করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর মোটা অঙ্কের টাকার রাজস্ব আদায় হলেও হাটের উন্নয়নে কোন পদক্ষেপ নেয়া হয় না। জানা গেছে, হাট ইজারার অর্থ থেকে হাটের সেড সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা করা, স্যানিটারি ল্যাট্রিনের উন্নয়নে বরাদ্দ থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
এ বিষয়ে ঠাকুরপাড়া গ্রামের মাসুদ রানা ভুট্টা, গনসারপাড়া গ্রামের ডা. নাহারুল আলম হেলাল, হাট করমজা গ্রামের ডা. তহিদুল ইসলাম বলেন, এক শ্রেণির চা বিক্রেতার আগুনের ধোঁয়ায় হাটের সেড ঘরের টিনগুলো চালুনের ছিদ্রের মত অবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন যাবত ওই ঘরগুলো সংস্কার না করায় ঘরের তীর ভেঙে হেলে পড়েছে।
আরও পড়ুনএ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, আগামী অর্থবছরে হাটের ইজারার অর্থ দিয়ে সেড ঘরগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এমনকি অল্প সময়ের মধ্যে সরকারি বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে সেডগুলো সংস্কার করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, এবিষয়ে কেউ তাকে অবহিত করেনি। কেউ জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ওই হাটে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মহিলা মার্কেট নির্মাণ করা হলেও আজও তা চালু হয়নি। ফলে সরকার যে উদ্দেশ্যে ওই হাটে মহিলা মার্কেট স্থাপন করেছে তা বাস্তবায়ন হচ্ছে না।
মন্তব্য করুন








_medium_1767101628.jpg)