পাবনার বেড়ায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা
বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় ঘরে ঢুকে রহিমা খাতুন(৯০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামে ঘটনাটি ঘটে। রহিমা খাতুন গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যার পর ওই বৃদ্ধা নিজের ঘর থেকে গলা কাটা অবস্থায় চিৎকার করতে করতে দৌঁড়ে তার প্রতিবেশী আব্দুল হানিফের বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানা যায়, নিহত বৃদ্ধা কবিরাজি পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি বাড়িতে একাই থাকতেন। তার গলায় স্বর্ণের চেইন ও কানে দুল ছিল। আহত অবস্থায় উদ্ধারের সময় সেই চেইন ও দুল পাওয়া যায়নি। এতে অনেকের ধারণা, এক বা একাধিক দুর্বৃত্ত তার ঘরে ঢুকে স্বর্ণের চেইন ও দুল ছিনতাই করার একপর্যায়ে গলা কেটে থাকতে পারে।
আরও পড়ুনবেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক মমতাজ উদ্দিন বলেন, নিহত বৃদ্ধার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এছাড়াও দুর্বৃত্তরা কান থেকেই ছিনিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে শহীদুল ইসলাম বাদি হয়ে বেড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন




_medium_1767013442.jpg)




