যশোরে অস্ত্র ও ককটেলসহ এক ব্যক্তি আটক
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জামাল সরদার জয়রামপুর গ্রামের জলিল সরদারের ছেলে।
আরও পড়ুনর্যাব-৬ যশোর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে জামাল সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। এরপর সেখান থেকে ১৪টি ককটেল, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়। নাশকতা সৃষ্টির লক্ষ্যে ওই ককটেল ও ধারালো অস্ত্র জামাল সরদার তার বাড়িতে রেখেছিল বলে জানা গেছে। র্যাব জানায়, জামাল সরদার একটি মারামারি মামলার আসামি। ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একটি মামলা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
-(1)-69521fcb3312e_medium_1767009513.jpg)

_medium_1767008578.jpg)



_medium_1767010003.jpg)

