টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ৮ উইকেট
স্পোর্টস ডেস্ক : ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে এমন এক কীর্তি গড়েছেন, যা টি-টোয়েন্টিতে আগে কেউ দেখাতে পারেনি। আন্তর্জাতিক বা ঘরোয়া টি-টোয়েন্ট ক্রিকেটে তিনিই প্রথম বোলার, যিনি এক ম্যাচে ৮ উইকেট নেওয়ার নজির গড়েছেন।
শুক্রবার গেলেফুতে মিয়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ২২ বছর বয়সী ইয়েশে। চার ওভারে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৪৫ রানে গুটিয়ে দিতে অবদান রাখেন তিনি। তার আগে ভুটান ৯ উইকেটে তুলেছিল ১২৭ রান! একপেশে এই সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচে ইয়েশের ঝুলিতে গেছে ১২ উইকেট। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার।
ইয়েশের আগে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দুজন বোলার এক ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। তারা হলেন-২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস। ৮ রানে ৭ উইকেট নেন তিনি। এছাড়া ২০২৫ সালে ভুটানের বিপক্ষে বাহরাইনের আলি দাউদ ১৯ রানে নেন ৭ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এই কীর্তি হয়েছে মাত্র দুইবার। ২০১৯ সালে বার্মিংহাম বেয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের কলিন অ্যাকারম্যান ১৮ রানে ৭ উইকেট নিয়েছেন এবং ২০২৫ সালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ ১৯ রানে নেন ৭ উইকেট।
আরও পড়ুন
মন্তব্য করুন









