ভিডিও সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৭ দুপুর

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ৮ উইকেট

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ৮ উইকেট,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে এমন এক কীর্তি গড়েছেন, যা টি-টোয়েন্টিতে আগে কেউ দেখাতে পারেনি। আন্তর্জাতিক বা ঘরোয়া টি-টোয়েন্ট ক্রিকেটে তিনিই প্রথম বোলার, যিনি এক ম্যাচে ৮ উইকেট নেওয়ার নজির গড়েছেন।

শুক্রবার গেলেফুতে মিয়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ২২ বছর বয়সী ইয়েশে। চার ওভারে মাত্র ৭ রানে ৮ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৪৫ রানে গুটিয়ে দিতে অবদান রাখেন তিনি। তার আগে ভুটান ৯ উইকেটে তুলেছিল ১২৭ রান! একপেশে এই সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচে ইয়েশের ঝুলিতে গেছে ১২ উইকেট। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার।

ইয়েশের আগে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দুজন বোলার এক ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। তারা হলেন-২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস। ৮ রানে ৭ উইকেট নেন তিনি। এছাড়া ২০২৫ সালে ভুটানের বিপক্ষে বাহরাইনের আলি দাউদ ১৯ রানে নেন ৭ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এই কীর্তি হয়েছে মাত্র দুইবার। ২০১৯ সালে বার্মিংহাম বেয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের কলিন অ্যাকারম্যান ১৮ রানে ৭ উইকেট  নিয়েছেন এবং ২০২৫ সালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ ১৯ রানে নেন ৭ উইকেট।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার ৮ উইকেট

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে নিহত ১৬

রিকশায় চড়ে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার পক্ষে তিনটি আসনে মনোনয়নপত্র জমা

কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা, সেনা মোতায়েন

বগুড়ার আদমদীঘিতে ভটভটি উল্টে চালকসহ নিহত ২