গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত। আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে একটি রিকশাভ্যানকে মাইক্রোবাস ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে আলতা বেগম (৬৫) নামের এক নারী নিহত এবং ৫ জন আহত হয়। নিহত আলতা বেগম উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী।
আরও পড়ুনআহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন







