ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:১১ রাত

ঢাকা-৮ আসনে প্রার্থী হতে প্রস্তুত শহিদ হাদির বোন

ছবি: সংগৃহীত, ঢাকা-৮ আসনে প্রার্থী হতে প্রস্তুত শহিদ হাদির বোন

শহিদ শরীফ ওসমান বিন হাদির আদর্শভিত্তিক রাজনীতি এগিয়ে নিতে তার বোন মাছুমা বিন হাদিকে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী করার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় ও শহীদ সেলিম চত্বরে ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্রজনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। তিনি সংসদে গিয়ে ইনসাফভিত্তিক রাজনীতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলেন। সেই আদর্শের কারণেই তাকে প্রাণ দিতে হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, হাদির রাজনীতি ছিল ক্ষমতার জন্য নয়, ইনসাফের জন্য। তার স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে তার পরিবারের কাউকে সামনে আসা সময়ের দাবি। মাছুমা বিন হাদির মধ্যে তারা শহীদ হাদির সততা ও সংগ্রামী চেতনার প্রতিফলন দেখেন বলে জানান।

আরও পড়ুন

মানববন্ধনে আরও বক্তব্য দেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজসহ অনেকে।

এ বিষয়ে মাছুমা বিন হাদি সাংবাদিকদের বলেন, শহিদ হাদি যে আদর্শের জন্য জীবন দিয়েছেন, তা এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার। পরিবার ও ইনকিলাব মঞ্চ চাইলে দেশ ও জাতির স্বার্থে তিনি প্রস্তুত আছেন বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৮ আসনে প্রার্থী হতে প্রস্তুত শহিদ হাদির বোন

মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামের জয়

ঢাবিতে তারেক রহমানের আগমন উপলক্ষে লাগানো হচ্ছে ব্যানার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ 

রাশেদের গণঅধিকার ছাড়া ও ধানের শীষে নির্বাচনের কারণ জানালেন নুর

মুসলিম জনসংখ্যায় যে পাঁচ দেশ শীর্ষে