৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন
শহিদ শরিফ ওসমান হাদির প্রকৃত খুনিদের বিচার, গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করতে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন।
গতকাল বৃহস্পতিবার দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। তবে এখনও নির্ধারণ করা হয়নি সমাবেশের স্থান।
হাদির হত্যার বিচারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। দলটির সঙ্গে জোট করেছে ইসলামী আন্দোলন। তবে আসন বন্টন নিয়ে দুই দলের টানাপোড়েন চলছে। এর মধ্যে ইসলামী আন্দোলন পৃথক সমাবেশের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুনদলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাদি হত্যায় জড়িত প্রকৃত খুনিদের বিচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানানো হবে মহাসমাবেশ থেকে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়া হবে।
বৈঠকে ইসলামী আন্দোলন আমির দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। হাদির হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করতে না পারায় উষ্মা প্রকাশ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1766691769.jpg)

_medium_1766689065.jpg)




