তারেক রহমানকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রায় দেড় যুগের নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কোনো ব্যক্তি বা দলের অর্জন নয়; বরং বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি প্রমাণ করে, রাষ্ট্রীয় দমন-পীড়ন দিয়েও একজন নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকার রুদ্ধ করা যায় না।
হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, তারেক রহমানের দেশে ফেরা বহুদলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে তিনি বিশ্বাস করেন। তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুনপোস্টে তিনি তারেক রহমানকে স্বাগত জানান এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে তারেক রহমান জনগণের প্রত্যাশা ও ইতিহাসের দায় পূরণে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশার কথাও উল্লেখ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1766689065.jpg)




_medium_1766691769.jpg)

