ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৪২ রাত

দিনাজপুরে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন সংকট

দিনাজপুরে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন সংকট

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন সংকট দেখা দেয়ায় জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন গত শনিবার থেকে দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাওয়া যাচ্ছে না। আক্রান্ত রোগীদের ফার্মেসি থেকে ক্রয় করে আনার পরামর্শ দেয়া হচ্ছে। প্রভাবশালীরা ভ্যাকসিন ক্রয় করলেও বিপদে ও দুশ্চিন্তায় পড়েছেন গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষ।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো: পারভেজ সোহেল রানা জানান, প্রতিদিন ৫০ জন, প্রতি মাসে ১হাজার ৫০০ জনকে ভ্যাকসিন দেয়ায় ১৮ হাজার (এ্যাম্পুল) ভ্যাকসিনের চাহিদা দেয়া হয় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিমাসে ২০০ থেকে ৫০০ ভ্যাকসিন দেয়া হয়। ফলে চাহিদা সংকট রয়েছে।

স্টোর কিপার একরামুল হক জানান, গত শনিবারের পূর্বেই সংকটের কথা জানানো হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরকে কিন্তু সেখানেও স্টক না থাকার কারণে সরবরাহ করতে পারেনি। ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের (মহাখালী) রোগ নিয়ন্ত্রণ শাখার প্রধান সহকারী মো: সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, দিনাজপুরে ভ্যাকসিনের সংকট চলছে তিনি তা জানেন।

আরও পড়ুন

ইতিমধ্যেই কেন্দ্রীয় ঔষাধাগার থেকে দরপত্র সম্পন্ন হয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল জানুয়ারির প্রথম সপ্তাহে ভ্যাকসিন সরবরাহ করবেন। প্রথম সপ্তাহে সংকট কেটে যাবার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, কুকুর, বিড়াল, ইঁদুর, চিকা ও বিজি কামড় বা আঁচড় দিলেই এই ভ্যাকসিন এর প্রয়োজন হয়। হঠাৎ সংকট দেখা দেয়ায় দিনাজপুরবাসী হতাশ হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে জলাতঙ্ক প্রতিরোধ ভ্যাকসিন সংকট

বগুড়ার সাতটি সংসদীয় আসনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকসেবী ও গাঁজা ব্যাবসায়ীসহ আটক ৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুইটি ইটভাটার লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়া-৫ আসনে জামায়াত প্রার্থী দবিবুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়ায় একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা সজিব গ্রেফতার