বগুড়ায় একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা সজিব গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বগুড়া জেলা কমিটির নেতা একাধিক মামলার আসামি মো.সজিব (২৫)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সাবগ্রাম এলাকা থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
সদর থানা সূত্রে জানা গেছে, সজিবের বিরুদ্ধে শহরের পূর্ব বগুড়ার সাবগ্রাম ও চকআলম এলাকায় চাঁদাবাজি, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে।
আরও পড়ুনধৃত সজিব বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকার চক আলম গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে। বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান,গ্রেফতার সজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







