ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল

ভারত সফর থেকে মেসির আয় ১২১ কোটি টাকা!

ভারত সফর থেকে মেসি

স্পোর্টস ডেস্কঃ  ফুটবল তারকা লিওনেল মেসির তিন দিনের ভারত সফর ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেলেও কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠানের দিন নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনায় সেই উৎসব ম্লান হয়ে যায়। এবার সেই সফরকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য সামনে এসেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়—এই সফরের জন্য লিওনেল মেসিকে প্রায় ৮৯ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২১ কোটি ৪ লাখ টাকা।

তদন্তে আরও জানা গেছে, মেসির ভারত সফরের পেছনে মোট ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি রুপি। এর মধ্যে প্রায় ১১ কোটি রুপি ভারত সরকারকে কর হিসেবে পরিশোধ করা হয়েছে। আয়োজকের দাবি, এই ব্যয়ের বড় অংশ এসেছে বিভিন্ন স্পন্সর ও টিকিট বিক্রি থেকে।

এদিকে আয়োজক শতদ্রু দত্তের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেখানে ২০ কোটি রুপির বেশি অর্থ জমা রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন

তবে বিপুল পারিশ্রমিক পেলেও এই সফর শেষে সন্তুষ্ট ছিলেন না মেসি। বিশেষ তদন্ত দল (এসআইটি) জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে দর্শকরা বারবার মেসিকে স্পর্শ বা জড়িয়ে ধরার চেষ্টা করলে তিনি বিরক্তি প্রকাশ করেন। পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের স্বজনদের মাঠে বিশেষ সুবিধা দেওয়া এবং দর্শকদের ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে।

এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন মেসি। ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা শুরু হয়। এরই মধ্যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। সল্টলেক স্টেডিয়ামের ওই দিনের বিশৃঙ্খলার ঘটনায় এখনো তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সফর থেকে মেসির আয় ১২১ কোটি টাকা!

ভিসা দেওয়া স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নিয়ে বৈষম্য দেখা যায়ঃ মাধুরী দীক্ষিত

জয়পুরহাটের ২৭ কৃষি পরামর্শ কেন্দ্রের অবস্থা নড়বড়ে, চাষিদের কার্যক্রম বন্ধ 

কুমিল্লার তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা, গ্রেফতার জামাতা

রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে: আমীর খসরু