কিশোরগঞ্জে মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য কিশোরগঞ্জ-৩ (তারাইল-করিমগঞ্জ) আসনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে চুন্নুর পক্ষে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ভাতিজা এ কে এস জামান সম্রাট।
তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি করিমগঞ্জ–তাড়াইল এলাকায় আর আসেননি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1766410891.jpg)

_medium_1766410042.jpg)

