ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫০ দুপুর

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার।

প্রাথমিকভাবে জানা গেছে, শহরের দক্ষিণাংশে সংঘটিত বিস্ফোরণে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। পরে তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ হিসেবে শনাক্ত করেন। তিনি জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরকটি গাড়ির নিচে রাখা হয়েছিল। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এটি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাজ কি না- তদন্তের সময় সে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। কারণ, এর আগেও কিয়েভের বিরুদ্ধে এমন হত্যাকাণ্ডে বিস্ফোরক ব্যবহারের নজির আছে।

আরও পড়ুন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯০ এর দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুতে দক্ষিণ রাশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন সারভারভ। ৫৬ বছর বয়সী এই কর্মকর্তা ২০১৬ সালে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের দায়িত্ব পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

অ্যাস্টন ভিলার কাছে হেরে গেল ম্যানইউ

পর্দায় আসছে মেলানিয়া ট্রাম্পের অজানা জীবনের গল্প 

হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে এখনই সব বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

 নৌশক্তি বাড়ানোর ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের