ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১ রাত

রাবির আওয়ামীপন্থী ডিনদের অফিসে তালা দিল শিক্ষার্থীরা

রাবির আওয়ামীপন্থী ডিনদের অফিসে তালা দিল শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: মেয়াদ শেষ হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়জন আওয়ামীপন্থী ডিন স্বপদে বহাল থাকার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় তাদের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং ডিনস কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে নানা স্লোগান দিতে থাকেন।

রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, আমরা চাই না আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠুক। আওয়ামীপন্থী যে ছয়জন ডিন রয়েছেন তাদের মেয়াদ শেষ হওয়ার আগে আমরা কিছু বলিনি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও তারা কোনোভাবে এই পদগুলোতে থাকার যোগ্যতা রাখেন না। এটা জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি, জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি।

রাবি সিনেট সদস্য আকিল বিন তালেব বলেন, আমরা লক্ষ্য করছি, আওয়ামীপন্থী অনেক ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়েও তাদের উপস্থিতি রয়েছে। সিনেট কার্যকর না হয়ে বিশ্ববিদ্যালয় এখনও সিন্ডিকেট দ্বারা পরিচালিত হচ্ছে, আর সেই সিন্ডিকেটের সদস্যই আমাদের বর্তমান ডিন।

বর্তমানে ছয়জন ডিন রয়েছেন যারা আওয়ামীপন্থী এবং তারা নিজ নিজ পদে থেকে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। আওয়ামী লীগের যে বিচার হওয়া প্রয়োজন ছিল, এই প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে আর এর অন্যতম বড় কারণ হিসেবে আমরা এই আওয়ামীপন্থী ডিনদের ভূমিকার কথাই তুলে ধরছি।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর আওয়ামীপন্থী ডিনদের মেয়াদ শেষ হয়। এরই প্রেক্ষিতে রাবি রেজিস্ট্রার বলেছিলেন যে, সামনে ভর্তি পরীক্ষার জন্য ডিনদের নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না। এক বছর যেহেতু রাখতে পেরেছি, আর কিছুদিন রাখলেও সমস্যা হবে না।

এই মন্তব্যের জেরে ক্ষোভে ফুসে উঠেন শিক্ষার্থীরা এবং রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার তাদের পদত্যাগের জন্য আল্টিমেটাম দেন। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট কার্যালয়ে তালা ঝুলিয়ে আসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির আওয়ামীপন্থী ডিনদের অফিসে তালা দিল শিক্ষার্থীরা

দিনাজপুরের নবাবগঞ্জে প্রকৌশলী সেজে প্রতারণা, স্কুলশিক্ষক গ্রেফতার

বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ ভার্চুয়ালি উদ্বোধন করলেন তারেক রহমান

ওসমান হাদিকে হত্যা, প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

তরুণ প্রজন্মের জন্য ইন্টারনেট সেবা আরও ইজি করে আনতে চাই : তারেক রহমান