বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পেপার মিল পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ
গতকাল শনিবার রাতে বগুড়া শহরের ২১নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরে ভাই ভাই বোর্ড মিলে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুনে মিলটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে ফাযার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
এ ঘটনার পর আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে ছুটে যান বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি ক্ষতিগ্রস্ত মিলটি পরিদর্শন করেন ও মিলের মালিক আব্দুল হান্নানকে সান্ত্বনা দেন।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, আইবিডাব্লিউএফ শহর সভাপতি মাহফুজুল হক, ২১নং ওয়ার্ড আমির আব্দুস সালাম করিম, মাওলানা আব্দুল জলিল। এসময় তিনি অসহায় ব্যবসায়ীকে আর্থিক সহাসয়তা প্রদান করেন।
মন্তব্য করুন







