বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল হামলার অভিযোগে করা মামলায় হিমেল ফারুক ওরফে ফারুক হোসেন (৪০) নামে কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ফারুক হোসেন ধুনট সদরপাড়ার হেলাল হোসেনের ছেলে এবং উপজেলা কৃষকলীগের সাধরণ সম্পাদক। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে।
এ ঘটনায় ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত অরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ফারুককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

_medium_1766229978.jpg)
_medium_1766229739.jpg)
_medium_1766228787.jpg)
_medium_1766229253.jpg)




