শ্বশুরবাড়িতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইভা (২০) একই গ্রামের সৌদিপ্রবাসী ইব্রাহিম মিয়ার কন্যা। অভিযুক্ত স্বামী সাকিব মিয়া (২৫) একই ইউনিয়নের আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে প্রেমের সম্পর্কের জেরে ইভা ও সাকিবের বিয়ে হয়। তাদের সংসারে ছয় মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ইভা বাবার বাড়িতে বসবাস করছিলেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাকিব শ্বশুরবাড়িতে গেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ইভার হাত-পা বেঁধে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
আরও পড়ুনপরে পরিবারের সদস্যরা ইভাকে উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766130051.jpg)
_medium_1766129262.jpg)
_medium_1766128661.jpg)




