হাদির মৃত্যুতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি প্রতিনিধি: আততায়ীর গুলিতে আহত হয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করেন। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ ওসমান হাদি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি ছিলেন এক নির্ভীক ও সোচ্চার কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কণ্ঠরোধের রাজনীতিকে আরও উসকে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
আরও পড়ুনএসময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা এবং ‘ফ্যাসিবাদের দোসরদের’ বিচার নিশ্চিত করার দাবিও উত্থাপন করেন। শাহবাগ চত্বরে স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ডে হত্যার প্রতিবাদ ও বিচারের আহ্বান জানানো হয়।
এর আগে রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে শরিফ ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি সতর্ক নজরদারিতে রাখা হয়।
মন্তব্য করুন







_medium_1766071774.jpg)

