ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০২:১৯ দুপুর

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মার্চ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সমবেত ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ডাকসু ভবন প্রাঙ্গণ থেকে এই মার্চ শুরু হয়।মার্চ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ছিল-‘জাহাঙ্গীরের দুই গালে, পেঁয়াজ মারো তালে তালে’, ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’।

আরও পড়ুন

এসময় ডাকসু’র সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এর সুষ্ঠু বিচার এবং দায়ীদের গ্রেপ্তারের দাবি জানাতে রাজপথে নেমেছি। তিনি জানান, ডাকসু ভবন থেকে শুরু হওয়া বিক্ষোভ-মিছিলটি টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেবে।
ডাকসু’র পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

এভারকেয়ার থেকে বিমানবন্দরের পথে ওসমান হাদি