প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৫ রাত
মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : চাঁদপুরের ডিসি
মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : চাঁদপুরের ডিসি
ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক কোন বক্তব্য চলবে না জানিয়ে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, যদি কেউ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেয়, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এক মতবিনিময়কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ডিসি বলেন, নির্বাচনে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দিলে, ওই হাত থাকবে না। নির্বাচনে পেশি শক্তি ব্যবহারের দিন শেষ। কেউ, কাউকে হুমকি দিবেন না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পেশি শক্তিমুক্ত অবাধ ও সুস্থ। এ নিয়ে কোন সন্দেহ নেই।
নাজমুল ইসলাম বলেন, আগের কালচারাল ভুলে যান। নির্বাচন হবে পেশি শক্তি দিয়ে নয়, দরদ দিয়ে। উৎসবমুখর পরিবেশে, নিরপেক্ষ। একেবারে নিশ্চিত থাকেন এর বাইরে কোন সুযোগ নেই।
চাঁদপুরের ডিসি বলেন, মাইন্ড ইট, মনে রাখবেন। আগে কি হয়েছে ভুলে যান। অনেকে মনে করছেন নির্বাচন হবে না। নির্বাচন তো হচ্ছে। নির্বাচন করার জন্য সরকার আমাদের প্রেরণ করেছে। কোন হুমকি-ধমকি কাজে আসবে না। যদি কেউ বাড়াবাড়ি করেন, একেবারে জায়গা মতো পৌঁছে দেবো।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1766069753.jpg)

