ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৫ দুপুর

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আ’ লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আ’ লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি উপজেলায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় একাধিক স্থানে একযোগে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এই অভিযান বর্তমানে দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর আওতায় পরিচালিত হচ্ছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সেনবাগ থানা এলাকা থেকে একজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকা থেকে চারজন, সুধারাম মডেল থানা এলাকা থেকে দুইজন, কবিরহাট থানা এলাকা থেকে দুইজন, কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে একজন, চরজব্বর থানা এলাকা থেকে দুইজন এবং হাতিয়া থানা এলাকা থেকে একজন রয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সক্রিয় নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ হিসেবে সেনবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী বলেন, গত ২৪ ঘণ্টায় চারজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের দিন একই থানা এলাকায় গ্রেপ্তার সাতজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাও আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও সমর্থক। এর আগের দিন চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, নাশকতার আশঙ্কা এড়াতে থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

জেলা পুলিশ কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য সহিংসতার আশঙ্কা বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’ চলাকালে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, চেকপোস্ট এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই কার্যক্রম আরও কঠোর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আ’ লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

জেআইসি সেলে গুম-নির্যাতন : হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ

ফেনীতে রাতে আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা

হোমনা থানায় পুলিশ হেফাজতে থাকা নারীর আত্মহত্যা

বিষাক্ত বাতাসে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ : বিশ্বব্যাংক

খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন : ডা. জাহিদ