ভারত সহায়তা না করলেও বাংলাদেশ স্বাধীন হতো: ইশরাক
ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছেই আত্মসমর্পণ করেছিল, ভারতের কাছে নয়। ভারত তাদের প্রয়োজনে বাংলাদেশের মুক্তিবাহিনীকে সমর্থন ও সহযোগিতা করেছিল; তবে ভারত সহায়তা না করলেও বাংলাদেশে মুক্তিযুদ্ধ হতো এবং দেশ স্বাধীন হতো।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীতে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও যারা স্বাধীনতা, বিজয় ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, তাদের ইতিহাসের পাতায় ফিরে তাকানো উচিত। তিনি বলেন, জন্মের পর থেকেই বাংলাদেশে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে।
তিনি আরও বলেন, গত বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, তা যেমন মুছে ফেলা যাবে না, তেমনি ১৯৭১ সালের গণহত্যাও চিরন্তন সত্য—কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়।
আরও পড়ুনইশরাক হোসেন বলেন, বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভক্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। সে লক্ষ্যেই গণতান্ত্রিক রাজনীতির সুযোগ ফিরিয়ে দিয়ে বহু রাজনৈতিক দলকে নিবন্ধন ফেরত দেওয়া হয়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা ভুল। আওয়ামী লীগ নিজেদের অপকর্মকে বৈধতা দিতে মুক্তিযুদ্ধকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। কিন্তু তাই বলে কি মুক্তিযুদ্ধ হয়নি? ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা, আল-বদর, আল-শামস ও রাজাকার বাহিনীর অস্তিত্ব এবং তৎকালীন পত্রপত্রিকায় তাদের ভূমিকার প্রমাণ আজও রয়েছে। বাংলাদেশের মানুষ এসব খুব ভালো করেই জানে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1765973950.jpg)