নাটোরের কবির মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার কবির হোসেন(৪০) গতকাল মঙ্গলবার মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। প্রবাসী কবির হোসেন উপজেলার গোপালপুর ইউনিয়নের কুলিয়াপাড়া গ্রামের তোতা মিয়া ও আমেনা বেগমের ছেলে। মালয়েশিয়ার চামানডাইয়া উতিরাম এলাকার একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন তিনি।
জীবিকার টানে কবির হোসেন ২০২৪ সালের এপ্রিলে গিয়েছিলেন মালয়েশিয়াতে। গতকাল মঙ্গলবার সেখানকার সন্ত্রাসীরা হামলা চালায় কারখানাটিতে। তাদেরকে বাধা দিলে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করা হয় কবিরকে। কবির আগামী জানুয়ারি মাসের তিন তারিখে বাড়িতে আসার কথা ছিল।
আরও পড়ুনদ্রুত সময়ে কবিরের লাশ দেশে আনার ব্যবস্থাকরণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তার বাবা-মা। নিহতের পরিবারে চলছে আহাজারি। সন্তানহারা মা আমেনা বেগমের আর স্বামীহারা স্ত্রী শিউলী বেগমের আহাজারিতে ভারি হয়ে উঠছে চারিদিকের পরিবেশ। খবর শুনে ভিড় করেছে প্রতিবেশী ও স্বজনেরা।
মন্তব্য করুন








