ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৭ রাত

অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা

অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগে মালয়েশিয়ার তিনটি ম্যাচের ফলাফল বাতিল করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (এফএএম) নথি জালিয়াতি কেলেঙ্কারিকে কেন্দ্র করে চলমান তদন্তের মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (এফএএম) জানায়, চলতি বছর নিজেদের মাঠে ফিলিস্তিন ও সিঙ্গাপুরের বিপক্ষে পাওয়া দুটি প্রীতি ম্যাচের জয় এবং কেপ ভার্দের বিপক্ষে ড্র—এই তিনটি ম্যাচের ফল বাতিল করে দিয়েছে ফিফা। ফলে তিন ম্যাচেই মালয়েশিয়াকে ৩-০ ব্যবধানে পরাজিত হিসেবে গণ্য করা হবে।

এর আগে জাল নথি ব্যবহার করে মালয়েশীয় বংশোদ্ভূত দাবি করার অভিযোগে সাতজন বিদেশে জন্ম নেওয়া জাতীয় দলের খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল ফিফা। সেই সঙ্গে এফএএমকে ৪ লাখ ৪০ হাজার ডলার জরিমানাও করা হয়। সর্বশেষ রায়ে আরও ১২ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে দেশটির ফুটবল সংস্থাকে।

শুক্রবার ফিফার শৃঙ্খলা কমিটির বৈঠকে জানানো হয়, ‘মালয়েশিয়াকে সংশ্লিষ্ট তিনটি ম্যাচেই ৩-০ গোলে পরাজিত ঘোষণা করা হলো।

 

জুনে এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে মালয়েশিয়ার ৪-০ গোলের জয়ের পর একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ফিফা। ওই ম্যাচে অভিযুক্ত সাত খেলোয়াড়ের মধ্যে দুজন গোল করেছিলেন।

আরও পড়ুন

ফিফার তদন্তে উঠে আসে, হেক্টর হেভেল, জন ইরাজাবাল, গ্যাব্রিয়েল পালমেরো, ফাকুন্দো গারসেস, রদ্রিগো হলগাদো, ইমানোল মাচুকা ও জোয়াও ব্রান্দাও ফিগুয়েরেদোর কারো বাবা কিংবা দাদা-দাদির কেউ মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেননি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাতীয় দলে খেলতে হলে এই যোগ্যতা বাধ্যতামূলক।

 

তবে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে এফএএম। দেশটির ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ আপিল করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ খেলোয়াড় খেলানোয় মালয়েশিয়াকে তিন ম্যাচে হার ঘোষণা

৪টি ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

শীতে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিমের পায়েস

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ

‘ভিক্ষুকের টাকা না খাইলে বড়লোক হওয়া যায় না’

আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা