ভিডিও বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ রাত

মা বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে

ছবি: সংগৃহীত, মা বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে

আন্তর্জাতিক ডেস্কলস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রব রাইনার ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার-এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে তাঁদের ৩২ বছর বয়সী পুত্র নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সময় রোববার দুপুর সাড়ে তিনটার দিকে লস অ্যাঞ্জেলেস শহরের ওই বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের আগের দিন একটি পারিবারিক অনুষ্ঠানে নিক রাইনারের সঙ্গে তাঁর বাবা–মায়ের তীব্র বাকবিতণ্ডা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত করলেও এর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। পুলিশ জানিয়েছে, ঘটনার শুরু থেকেই নিক রাইনার সন্দেহভাজনের তালিকায় ছিলেন। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির সরকারি আইন কর্মকর্তার কার্যালয়ে মামলাটি উপস্থাপন করা হবে। বাদী ও বিবাদী পক্ষকে বুধবার পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন

রব ও মিশেল রাইনারের একমাত্র সন্তান নিক রাইনার নিজেও একজন নবীন চলচ্চিত্র পরিচালক। তবে তাঁর ব্যক্তিজীবন ছিল বেশ বিতর্কিত। দীর্ঘদিন তিনি মাদকাসক্তিতে ভুগেছেন এবং টেক্সাস ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় ভবঘুরে জীবনযাপন করেছেন। বাবার পরিচালিত ‘বিয়িং চার্লি’ চলচ্চিত্রে সহযোগী লেখক হিসেবে কাজ করেছিলেন নিক। ওই চলচ্চিত্রে নিজের মাদকাসক্তি ও গৃহহীন জীবনের অভিজ্ঞতার প্রতিফলন ঘটান তিনি।

নিক রাইনারের বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এদিকে রাইনার পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে মিশেল ও রব রাইনার আর আমাদের মাঝে নেই। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় পরিবার সম্পূর্ণভাবে বিধ্বস্ত। এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

বিজয় দিবসের মঞ্চে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হট্টগোল

হাদিকে হত্যাচেষ্টা : মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার

ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন দেম্বেলে

সিডনির বন্ডি বিচে হামলাকারী ভারতীয় নাগরিক

হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার