ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৪ রাত

আতিফ আসলামের কনসার্টের টিকিটের টাকা ফেরত না দেওয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম

বিনোদন ডেস্কঃ পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্ট বাতিল হওয়া নিয়ে শুরু হয়েছে তোলপাড়। কনসার্ট বাতিলের পরও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে এবার আয়োজক ও টিকিটিং প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এই মামলার আবেদন করেন ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আসামিরা হলেন আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’-এর সহ-প্রতিষ্ঠাতা কাজী রাফসান ও ব্রিতি সাবরিনা খান। এছাড়া টিকিটিং পার্টনার ‘চলঘুরি লিমিটেড’, প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইকবাল এবং চেয়ারম্যান প্রমি ইসলামকেও আসামি করা হয়েছে। 

 

গত ১১ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আতিফ আসলাম নিজেই কনসার্ট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছিলেন। পোস্টে তিনি জানান, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিক সহায়তা যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই ভক্তদের নিরাপত্তা ও পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি কনসার্টে অংশ নিতে পারছেন না। এ সময় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে তিনি দুঃখ প্রকাশও করেন।

আরও পড়ুন

 

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ঢাকায় এক জমকালো আয়োজনে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে মূল আকর্ষণ আতিফ আসলামের পাশাপাশি দেশীয় জনপ্রিয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারসসহ আরও কয়েকজন ফোক শিল্পীর পারফর্ম করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় এবং টিকিটের অর্থ ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আইনের দ্বারস্থ হলেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ নারী কারবারি আটক

আতিফ আসলামের কনসার্টের টিকিটের টাকা ফেরত না দেওয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় ফুলের মালা বানাতে ব্যস্ত ছিলেন কারিগররা

বিজয় দিবসের বিশেষ নাটকে মৌ-নাসিম

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের ট্রাফিক নির্দেশনা